কুষ্টিয়ার পদ্মা নদী থেকে বড়শী দিয়ে ৯ কেজি ওজনের একটি রুই ধরেছেন কুষ্টিয়ার এক মৎস্য শিকারী। মাছটি ধরার খবর ছড়িয়ে পড়লে উচ্ছূক মানুষ শিকারীর বাড়িতে ভীড় জমায় মাছটি দেখতে। ওই মৎস্য শিকারীর নাম জিয়ারুল। এলাকার সবার কাছে জিরু চাচা নামেই পরিচিত।
জানাযায়, শনিবার দুপুরে জিয়ারুল ওরফে জিরু চাচা কুষ্টিয়ার তালবাড়িয়া বালুরঘাট এলাকায় পদ্মা নদীতে বড়শী নিয়ে মাছ ধরতে যায়। পরে তাকে খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি । নদীতে বড়শী ফেলে রাখার কছুক্ষন পর তার বড়শীতে বিশাল আকারের একটি মাছ ধরা পড়ে। মাছটি ধরে আর অপেক্ষা না করে খুবই আনন্দিত হয়ে মাছটি নিয়ে দ্রুত চলে আসে তার নিজ বাড়ি তালবাড়িয়াতে। পরে এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই আসেন মাছটি দেখতে।