কুষ্টিয়ায় বিআরটিএ অফিসে অভিযানে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি দল।
এসময় দুলাল হোসেন এবং মনিরুজ্জামান নামের দুই চিহ্নিত দাদালকে আটক করেন তারা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
আজ দুপুর ১ টার সময় কুষ্টিয়া বিআরটিএ’র কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল। পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে শহরতলীর পুর্ব মজমপুর এলাকার মৃত নুরুল আলমের পুত্র মনিরুজ্জামানকে ৬ মাসের কারাদন্ড এবং উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের পুত্র দুলাল হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরন করা হয়।