কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল-
২০২০অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্টিয়া একাদশ বনাম রাজশাহী একাদশ অংশ গ্রহণ করে। এর আগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল-২০২০ এর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার ক্রীড়াবান্ধব পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। তিনি বলেন, বর্তমান সরকার পাড়ায় পাড়ায় মাদক-সন্ত্রাসের বিদায় ঘন্টা বাজিয়ে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উজ্জীবিত করছে। আগে ক্লাবে ক্লাবে সংঘাত-সংঘর্ষ হতো এখন সেখানে প্রীতি খেলাধুলা হয়। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে এক জনপদের সাথে আরেক জনপদের সম্প্রীতি গড়ে ওঠেছে।
কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গ কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. মকবুল হোসেন লাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার), কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড.অনুপ কুমার নন্দী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডি, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহাফুজ্জুর আলম লটন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ডাবলু সরকার, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী হাসান মন্টা, শেখ সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ লিয়াকত আলী খান, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ কুষ্টিয়া ভ্যেনুর চেয়ারম্যান খন্দকার ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহামদ আলী নিশানসহ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাগণ ও স্থানীয় সুধীজন এতে উপস্থিত ছিলেন।
খেলায় প্রথমার্ধে কুষ্টিয়া একাদশের পক্ষে প্রথম গোলটি করেন তানিম (জার্সি নম্বার-১৭) ও প্রথমার্ধে রাজশাহীর পক্ষে দ্বিতীয় গোলটি করেন আবুল কালাম আজাদ (জার্সি নম্বর ১০)। দ্বিতীয়ার্ধে কুষ্টিয়া একাদশের পক্ষে আবারও তানিমের গোলে জয় লাভ করে কুষ্টিয়া একাদশ।