নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১০গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়/
কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের বারোমাইল নূরানী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, দুপুরে বারোমাইল নূরানী মাদ্রাসার সামনে গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৩৫) একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।