কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মহিলাসহ দুইজনকে আটক করেছে ।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর টলটলিপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে গফুর আলী মন্ডল (৫২) ও রাজবাড়ির রায়নগর এলাকার মৃত জিল্লুর রহমানের স্ত্রী নদী বেগম (২৫) ।
দৌলতপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস,এম আরিফুর রহমান এর নির্দেশে থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সন্ধা ৬ টার দিকে উপজেলার সিরাজনগর টলটলিপাড়া গ্রামস্থ জনৈক গফুর আলী মন্ডল এর বাড়ির পেছন অভিযান চালায় । এসময় ৩০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার সিরাজনগর টলটলিপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে গফুর আলী মন্ডলকে আটক করে । অপরদিকে মঙ্গলবার দৌলতপুর থানার এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সকাল ১০ টার দিকে উপজেলার তেকালা গ্রামস্থ ব্যাঙগাড়ী মোড়ে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ রাজবাড়ির রায়নগর এলাকার মৃত জিল্লুর রহমানের স্ত্রী নদী বেগমকে আটক করে ।