ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন, আলোচনা সভা ও গম্ভীরার আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,কুষ্টিয়া কৃসি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম হাসিবুল হাসান, বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উনśয়ন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম হোসেন,ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন,উপজেরা কৃষি অফিসার শায়খুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কৃষি অফিসার আঃ মুন্নাফ ।
উক্ত মেলায় বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্রে ব্যবহারের অধুনিক প্রযুক্তির যন্ত্র (ধান রোপন ও কর্তনের মেশিন) বিভিন্ন কৃষি পূর্ণ, বিভিন্ন ধরনের বীজসহ, আলাদা আলাদা স্টল এর মাধ্যমে বাংলার কৃষিকে তুলে ধরা হয়েছে।