মোসলেম উদ্দিন : দিনাজপুরের বিরামপুরে ভেপু মেশিনের (ট্রেজার) ধাক্কায় তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত ১১ টায় বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এঘটনা ঘটে।
নিহতরা,নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭),একই গ্রামের সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) এবং গ্রামের বিপ্লব হেসেন (৩০)।
বিরামপুর থানা অফিসার ইনচাজয় মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে জানায়,তিন জন মোটরসাইকেল যোগে মঙ্গল রাত ১১ টা বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিলো।এসময় জোলাগাড়ী নামক স্থানে ব্রীজ নিমার্ণের কাজে নিয়োজিত ভেপু মেশিনের ট্রেজার) সঙ্গে দ্রুতবেগে আসা মোটরসাইকেলটির ধাক্কা লাগে।ঘটনাস্থলে দুই জনের মুত্যু হয়।একজনকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাবাস্থায় সে মারা যায়।