মোঃ চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি: ভেড়ামারা পৌর এলাকার ৩নং ব্রীজ সংলগ্ন সাকিব রাইস মিলে অবৈধ্য ব্যাবহার করায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করেছে।
অভিযানে সাকিব রাইস মিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ দিয়েছে। ভেড়ামারা উপজেরা নির্বাহী অফিসার সোহেল মারুফের নেতৃত্বে, ভেড়ামারা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এবিএম মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ গতকাল
ভেড়ামারা পৌরসভার ৩ নং ব্রিজের সাকিব রাইস মিলে অভিযান পরিচালনা করেন। মোট তিনটি মিটার হতে ১৮ টি অবৈধ পয়েন্ট দেখতে পায়। এসব পয়েন্টের মাধ্যমে অটো চার্জ দেয়া হচ্ছিল। বাড়ির মালিক শিশির আহাম্মেদ পলাতক রয়েছে। সাকিব রাইস মিলে অবৈধ্য বিদ্যুৎ ব্যাবহার করায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করেছে। বিদুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আলামত জব্দ করা হয়।