মোসলেম উদ্দিন ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ইট ভাটায় জরিমানা ও নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে শ্যালোমেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি ইট ভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিনে অগ্নি সংযোগ সহ পাইপ ভাংচুর করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, উপজেলার আবিরের পাড়া মৌজায় স্থাপিত কে. বি. এম. ইট ভাটা, যার প্রোঃ মরহুম আলী ফেরদৌস খকনের ইট ভাটার বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে একই দিন উপজেলার শালিকাদহ গ্রামের পার্শ্বে অবৈধ ভাবে করতোয়া নদী থেকে শ্যালোমেশিন দ্বারা বালু উত্তোলন করায় শ্যালোমেশিনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।