ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার প্রোসিড পরিবারের উদ্যোগে জে এসসি ও পিএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রোসিড একাডেমীর নিবার্হী পরিচালক এম এ হাসান জীবন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রোসিড পরিবারের নিবার্হী পরিচালক সাজেদুল ইসলাম তুহিন, পরিচালম বাবুল প্রমুখ।