ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসার সভাপতি এ কে এম ইয়াকুব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, রওশনার সিদ্দিকী, বশির উদ্দিন বাচ্চু, মোতালেব হোসেন প্রমুখ।