ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেল গেল এলকায় শুক্রবার মেরিট একাডেমিক কেয়ারের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সভাপতিত্ব করেন মেরিট কোচিং কেয়ারের নিবার্হী পরিচালক মাসুদ রানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, তাহের মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পৌরসভার কাউন্সিরর সোলাইমান মাষ্টার, বিশিষ্ট ব্যাবসায়ী আঃ মান্নান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।