মোসলেম উদ্দিন ঃ হিলি থেকে আসা জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে ৫১৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করছে জয়পুরহাট র্যাব-৫।আটককৃত আসামী পাঁচবিবির খাসবাট্রা গ্রামের গোলাম মর্তুজার ছেলে ড্রাইভার লেবু হোসেন (২৬) ও নওগাঁর বদলগাছির জগদীসপুরের মুকুল হোসেনর ছেলে শাকিল রানা হালপার (২৫)।
র্যাব-৫ জানায় আজ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হিলি থেকে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিল নিয়ে জয়পুরহাটের দিকে আসছে।এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ এর অধিনায়ক মোহাইমেনুর রশিদ র্যাব সদস্যদের নিয়ে পুরানাপৈল রেলগেটে ট্রাকটি আটক করে।পরে ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় ছিটের নিচে রাখা ৫১৬ বোতল ফেন্সিডিলসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ট্রাক ও ড্রাইভার হেলপারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে।