দৌলতপুর প্রতিনিধি : রাতের আধারে দৌলতপুরে কৃষকের দশকাটা তামাক কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের অন্তরগত পঁচাভিটা গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের দশকাঠা তামাক গাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
গত রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পঁচাভিটা গ্রামের কৃষক মোঃ কামাল হোসেনের দশকাটা জমির উঠতি তামাক গাছ কেটে দেয় তারা।
কৃষক মোঃ কামাল হোসেন জানান, সোমবার সকালে আমি আমার তামাকের জমি দেখতে গিয়ে দেখি, তামাক ক্ষেতের সমস্ত তামাক গাছ কাটা ।