নিজস্ব সংবাদদাতাঃ কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি ইউনিয়নের অধীন কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন স্থগিত হয়েছে। সূত্র থেকে জানা যায়, আগামীকাল ০৫/০২/২০২০তাং ম্যানিজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বিদ্যালয়ের অভিভাবকের পক্ষে মোঃ আশরাফুল ইসলাম দিং বিজ্ঞ দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচন স্থগিত করার জন্য একটি মামলা করেন। মামলা নম্বর দেং ৩৩/২০২০ তারিখ ০৪/০২/২০২০।
উক্ত মামলায় বিজ্ঞ আদালত বিদ্যালয় ম্যানিজিং কমিটি নির্বাচন অনিদির্ষ্ট কালের জন্য স্থগিত করেন।
আদালত মামলার রায়ে বলেন, এই নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট হতে পারে এবং বিদ্যালয়ের চুড়ান্ত ভোটার তালিকাতেও কিছু গড়মিল দেখা দেয়। এছাড়াও ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকায় নির্বাচন প্রভাবিত হতে পারে বলে বিজ্ঞ আদালত মনে করেন। তাই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।