ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ব্যাটারি চালিত অটো ১টি ও ৮ পিচ ব্যাটারি ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ চুরি সিন্ডিকেটের ৩ জন আসামি আটক।
৫ ফ্রেরুয়ারী বুধবার সকালে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর দিকনির্দেশনায় এস আই নওসাদের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে তাদের আটক করে।
জানা যায়,২৫- জানুয়ারী সন্ধায় একটি ব্যাটারিত চালিত অটোরিকশা চুরি হয় ও সদর থানায় মামলা হয়।
৫ ফ্রেরুয়ারী সেই চুরির রেশ ধরে চোরাই অটো সহ ২জন কে আটক করে পুলিশ।
আটককৃত হলেন সাদুল্যাপুর থানার জামালপুর গ্রামের মৃত কান্দুরার পুত্র নজরুল (২৪)
অপরজন গাইবান্ধা সদরের সরকার পাড়ার সেলিম মিয়ার পুত্র শফিকুল ইসলাম (৩০)।
২৭ জানুয়ারী দুপুরে ২টি অ্যান্ড্রয়েড ফোন পুরাতন বাজার থেকে চুরি হয়।
৫ ফ্রেরুয়ারী দুপুরে ২ টি ফোন সহ চোর কে আটক করে পুলিশ।
আটককৃত হলেন সাদুল্যাপুর থানার আসামি ৩ মোঃ হাসান আলী, পিতা মৃত আমির উদ্দিন, গ্রাম ধারাই সাদুল্লাপুর থানা জেলা গাইবান্ধা।