আলাউদ্দিন : কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয় যার স্থাপিত ৮/১১/১৯৯৫ইং এম পি ও কোড-৬৩০২২৩১২০১ সারা বাংলাদেশে সরকারের উন্নয়ন চলমান থাকলে ও উন্নয়নের ছোয়া লাগেনি ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে ভালো নেই যোগাযোগ ব্যবস্থা নেই সরকারি ভবন ও, পুরনো টিন সেট ভবনে ভগান্তির শেষ নেই ছাত্র ছাত্রীদের আর বর্ষাকালে বৃষ্টির পানিতে তলে যায় ক্লাসরুম, ক্লাসের অযোগ্য হয়ে পড়ে এই স্কুল ভবনের কক্ষ এমন্ত অবস্থায় এলাকা বাসির পানের দাবি মাননীয় সরকারের কাছে এই স্কুলটিতে দৃষ্টি ফেরাতে বিভিন্ন পেশাদার সাংবাদিক বৃন্দ ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী সাংবাদিকদের জানাই ২৪/১০/২০১৯ইং তারিখ ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচন অনুষ্ঠানে ২টা প্যানেল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিদন্দিতা করে এবং ২৮/১০/২০১৯ইংতারিখে ফলাফল ঘোষণার মাধ্যমে ওবায়দুল হক সভাপতি নির্বাচিত হন, হেরে যাওয়া প্যানেলটি জনাব ইলিয়াস মাস্টার প্রিজাইডিং অফিসার এর ঘনিষ্ঠ আত্বীয় যিনি সভাপতি পদের জন্য প্রিজাইডিং অফিসার কে আঁকড়ে ধরেন জয়ী প্যানেলের নির্বাচিত সদস্য বৃন্দ এবং তাহাদের প্রস্তাবিত সভাপতি কে নিয়ে প্রিজাইডিং অফিসারের নিকট একাধিক বার যেয়েও সভাপতি নির্বাচনের তারিখ নিয়ে প্রিজাইডিং অফিসার আজ না কাল কাল না পরশু এভাবে হয়রানি করতে থাকেন সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনের প্রতি অবজ্ঞা অবহেলা অনিহা দায়িত্বের প্রতি উদাসীনতা এবং দাম্ভিকতা পক্ষপাত মুলক নানান তালবাহানা শুরু করেন যাহা সরকারি দায়িত্ব পালনে আইনের চূড়ান্ত লংঘন প্রিজাইডিং অফিসার বুঝতে পারেন যে সুষ্ঠ নির্বাচন দিলে প্রিজাইডিং অফিসার তার আত্মীয় কে সভাপতি করতে পারবেন না তাই তিনি কমিটির মেয়াদ সিমার শেষ সময় সিমা অতিক্রম করবার নানান ছল চাতুরীর আশ্রয় নেন নির্বাচিত সদস্যদের বাতিল করার প্রচেষ্টায় লিপ্ত হইয়া নানান অপকৌশল শুরু করেন এবং প্রিজাইডিং অফিসার ক্ষিপ্ত হয়ে ব্যাংকে নোটিশ পাঠিয়ে শিক্ষকদের বেতন বন্ধ করে দেন এমন অবস্থায় বেতন না পেয়ে শিক্ষকগণ নিয়মিত স্কুলে আসা বন্ধ করায় ছাত্র ছাত্রীদের পড়া শুনার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে এমন্ত অবস্থায় এলাকাবাসী ও অভিভাবক গন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসারের সু দৃষ্টি কামনা করছেন সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাইতেছেন ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সু দৃষ্টি রাখেন!