মোসলেম উদ্দিন : জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ৯২ কেজি শিং মাছ জব্দ করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনস্থ হাটখোলা ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হক জানায়,বুধবার (৮ জানুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার উমর ফারুখ ও নায়েক সোহেল মিয়া সীমান্তের পশ্চিম উচনা গ্রামের মাঠে একদল চোরাকাররিদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা ফেন্সিডিল ও মাছের চারটি পাতিল ফেলে পালিয়ে যায়।পরে সেখান থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল এবং ৪ টি পাতিলে ৯২ কেজি শিং মাছ উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেন্সিডিল ও মাছের মুল্য প্রায় ১লাখ ৫ হাজার টাকা।