হবিগঞ্জের নবীগঞ্জে সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল সিক্স এর হবিগঞ্জ প্রতিনিধি কিবরিয়া চৌধুরী। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে শহরের শান্তিপাড়া এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানান। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে জাফর ইকবাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া অন্যান্য হামলাকারীদের গ্রেফতার করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চলছে। সুত্রে জানাযায়, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নবীগঞ্জে পুলিশের উপর হামলাকারী সন্ত্রাসী মুছা’র সেকেন্ড ইন কমান্ড পারভেজ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের জের ধরে গত কয়েক’দিন ধরে উক্ত পারভেজ ও তার সহযোগীরা সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হত্যার হুমকী দিয়ে আসছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক কিবরীয়া চৌধুরী শহরের ওসমানী রোডস্থ নাঈস বাংলা হোটেলে চা চক্রের সময় সন্ত্রাসী পারভেজ, পিকলু চৌধুরীসহ একদল সন্ত্রাসী প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর অর্তকিত হামলা চালায়। এতে সাংবাদিক কিবরিয়া চৌধুরী গুরুতর আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই সন্ত্রাসীরা সটকে পড়ে। এ ঘটনায় প্রেস ক্লাবের নেবৃন্দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরে সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে শান্তিপাড়া পুরান সাব রেজিষ্ট্র অফিসের সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আবারো ৫/৬ জনের একদল দুর্বৃত্ত কিবরিয়া চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আহত সাংবাদিক কিবরিয়া চৌধুরী দেখতে হাসাপাতালে ছুটে যান। ঘটনার খোঁজ খবর নিয়ে তাৎক্ষনিক পুলিশের অভিযানে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার রাজাবাদ গ্রামের সাদ্দত মিয়ার পুত্র জাফর ইকবালকে (২৪) গ্রেফতার করে পুলিশ। পুলিশ হামালার সাথে জড়িত থাকার অভিযোগে গোলাম রহমান লিমনের বাড়িতে অভিযান চালালে লিমন বাড়ীর পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সাথে অন্যান্য জড়িতদের গ্রেফতার করতে তাদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। নবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর একাধিকবার হামলার ঘটনায় শনিবার জরুরী সভার আহবান করেছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এদিকে নবীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে অন্যান্য হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। অন্যতায় বৃহৎ কর্মসুচী গ্রহন করবে নবীগঞ্জ প্রেস ক্লাব। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগির মিয়া সহ নবীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যরা। হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর হামলার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, গণ ফোরামের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসূল চৌধুরী রাহেলসহ সামাজিক রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ। সর্বশেষ খবর আশংকাজনক অবস্থায় সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।