কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে ‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ স্লোগানকে সামনে রেখে ২০১৯-২০২০ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দপ্রাপ্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধী সুবিধাভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়ার আয়োজনে দিন ব্যাপী বাহিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার আবু নাসের, রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউপি সদস্য আসাদুজ্জামান কচি, ইউপি সদস্য রকিুল ইসলাম, ইউপি সচিব আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম, ফারুক আহামেদ, বাহিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা, সুমন আহমেদ সখি প্রমুখ।