আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শাহীনূর (৫) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে আখাউড়া-কসবা সড়কের পৌরশহরের দেবগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। আহত শাহীনূর দেবগ্রামের ভাড়াটিয়া বাসিন্দা হারিছ মিয়ার মেয়ে। সে আখাউড়া দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসী বলেন, স্কুল ছুটির পর অন্যসব শিক্ষার্থীদের সঙ্গে শাহীনুর রাস্তা পার হচ্ছিল। এ সময় আখাউড়া পৌরশহরের দিকে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিক্সা নীচে চাপা পড়ে শাহীনূর। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহানাজ রশিদ বলেন, দূর্ঘটনায় শিশুর মুখে, কানে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে উন্নত চিকিৎসার নির্দেশনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলের পাশে ভাই ভাই লাইব্রেরী সত্বাধীকার মো. খালিদ জানান, রাস্তার পাশে স্কুল হওয়ায় প্রায়ই দূর্ঘটনা ঘটে। নিজ উদ্যোগে দূর্ঘটনা এড়াতে ব্যানার সাটিয়েছি। উপজেলা প্রশাসনের কাছে বার বার দাবি করেও দূর্ঘটনা এলাকায় স্প্রীডব্যাকার দিতে পারেনি। যে কোন মূহুর্তে বড় দূর্ঘটনা অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।