সুমন মাহমুদ মিরপুর : সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ মারফতপাড়াস্থ কেএম আইডিয়াল কলেজের সামনে মিরপুর থানার এসআই আনিছুর রহমান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মালিহাদ মালিথাপাড়ার মাহাতাব উদ্দিনের ছেলে উপজেলা যুবজোটের সভাপতি নাজমুল ইসলাম (৩৮) ও মালিহাদ মৃধাপাড়ার হায়াদ আলীর ছেলে আব্দুল আলিমকে (৫০) একশ গ্রাম গাঁজাসহ আটক করে।
অন্যদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চুনিয়াপাড়া নামক স্থানে এসআই আনিছুর রহমান, এএসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার সুলতানপুর মহল্লার লিয়াকত আলী খানের ছেলে রবিউল ইসলামকে (৪০) দশ বোতল ফেনসিডিলসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলায় দু’টি মামলা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।