রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রাতের আঁধারে অবৈধ ভাবে জমি দখল
করেছে প্রতিমার দোহাই দিয়ে এমন অভিযোগ উঠেছে । রাণীশংকৈল উপজেলার ৫নং ইউনিয়নের এক নং ওয়ার্ড ভাংবাড়ী বিলের জমি শ্রী জগ রাম এর । ঘটনাস্থলে গিয়ে জানা যায় শ্রী জগ রাম এর বাবা শ্রী টুনু রাম জিবিত থাকা অবস্থায় টাকার বিনিময়ে দখল পজিসন জমিটি বিক্রয় করিয়াছে যার খাস খতিয়ান ভুক্ত নং ০১ । ৪৭৩৫ দাগে ২১শতক ও ৪৭৩৬ লাগে ৩০শতক । ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজন এর সাথে কথা বললে শ্রী হেমন্ত (মুখমেল) বলেন আমি ৭৫ বছর ধরে এখানে বসবাস করি কোনদিনও দেখি নাই এখানে কোন মূর্তি বা মন্দির ছিল শ্রী রামচন্দ্র বর্মন বলেন আমিও ৪০ বছর যাবৎ এখানে আবাদ করি আমিও দেখি নাই এদিকে আব্দুর রশিদ ,শফিকুল ইসলাম ,শাহ্ আলম ,দরিমুল ,মজিবর ,সাদ্দাম ,শাহজাহান, এবং এজাবুল ,জানান আমরা এখানে ২০ থেকে ২৫ বছর ধরে আবাদ করতেছি কোন দিন ও কোন মুর্তি বা মন্দির ছিল না । গত ৬ ফেব্রুয়ারি রাতের আঁধারে মুর্তি টি এবং একটি ঘর উপস্থাপন করেছে তারা জানান আবু সুফিয়ান এই জমিটি ২০ বছর যাবৎ আবাদ করে আসছে ।অপর দিকে শ্রী জগ রাম এর সঙ্গে কথা বললে তিনি বলেন আমার বাবা দখল পজিশন বিক্রি করেছে না কি করেছে তা আমি জানিনা তবে চার দিন হল আমি এ কাজটা করেছি । এদিকে আবু সুফিয়ান এর সাথে কথা বললে তিনি বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক কুচক্র চলছে আমার বিরুদ্ধে খলিল এই উস্কানি মূলক বুদ্ধি গুলো দিচ্ছে জগ রামকে ।