বিশেষ প্রতিনিধি : বৈষম্য দূর ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সহ শিক্ষা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের নতুন কর্মসূচী ঘোষণা।
আগামী রবিবার (১৬/০২/২০২০) সকাল ১১ঃ০০ টায় ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয়ভাবে মানববন্ধনের আয়োজন করা করেছে বলে তারা জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি:
১. প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন আয়োজন করতে হবে
৷ ২. কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না।
৩. সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে।
৪. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে।
৫. কলেজগুলোকে শুধু সনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে৷
তারা বলেন, উপরোক্ত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬/০২/২০২০ রোজ রবিবার এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভাগীয় শহর, জেলা শহর ও প্রতিটি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের শিক্ষার্থীদের অশংগ্রহন করার জন্য অনুরোধ করছি।