গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫০ পিস ইয়াবা সহ ২ জন আটক।
১৫ ফ্রেরুয়ারী শনিবার দিবাগত রাত ৩ টায় এসআই শাহীনুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন গুড়াপট্টি রিয়াজ অয়েল মিলের সামনে হতে পেশাদার মাদক বিক্রেতা ও চোর (১) শাহআলম @ আলম (৩৫)পিতা হাসেম আলী সাং হীরকপাড়া(২) রিয়াজ(২১) পিতা আঃ রহমান সাং বর্ধনকুঠি উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদ্বয় কে ১৫০ পিস ইয়াবা সহ আটক করে।
উদ্ধার কৃত ইয়াবার মুল্য অনুমান ৪৫ হাজার টাকা। এই সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। ধৃত আসামি শাহ আলমের বিরুদ্ধে পৃর্বের একটি মামলা আদালতে বিচারাধীন আছে।