মোঃ চাঁদ আলী
কুষ্টিয়া প্রতিনিধি।। সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরি সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়কের সভাপতি ইলিয়াস কাঞ্চনের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুষ্টিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন। আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের মজমপুর গেটে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যপীচলা উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহাবুল ইসলাম রানা, সাধারন সম্পাদক মোঃ শাহিন বিশ্বাস এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহাবুল আলম ও সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।