শুদ্ধভাবে ও শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলার ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পর্যায় থেকে মোট ১০ টি করে দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইউনিয়ন পর্যায়ে ১ম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। কলেজ, মাধ্যমিক ও প্রাইমারী পর্যায় থেকে বিচারকদের বিবেচনায় ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় কলেজ পর্যায় থেকে বিগত বছরের ন্যায় সন্ধানী স্কুল এন্ড কলেজ ১ম,গাংনী সরকারী ডিগ্রী কলেজ ২য় এবং করমদি কলেজ দল ৩য় স্থান অধিকার করে। একই ভাবে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সাহারবাটি ইউনিয়নের ঐতিহ্যবাহি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ১ম, গাংনী পৌর এলাকার গাংনী প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুল ২য় এবং ষোলটাকা ইউনিয়নের মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান লাভ করে।
এদিকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ম,গাংনী পৌর এলাকার গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য়, ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠ শিল্পী গোলাম আম্বিয়া, খুলনা বেতারের কণ্ঠ শিল্পী লাবনী সাহা,সঙ্গীত শিল্পী মাহবুবা আক্তার বিউটি।
প্রতিযোগিদের হারমোনিয়াম ও ঢুগী-তবলায় সহযোগিতা করেন গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক এসএম সেলিম রেজা, সন্ধানী স্কুল এন্ড কলেজের সঙ্গীত শিক্ষক বাবু সুকেশ চন্দ্র বিশ্বাস, সঙ্গীত শিল্পী হামিদুল ইসলাম প্রমুখ।
এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী শিক্ষকবৃন্দ ও প্রতিযোগি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ওবাইদুর রহমান প্রমুখ।