জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যুতে ৭৫ কুষ্টিয়া দৌলতপুর -১ আসনের সাংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যুতে জাতি একজন খেলোয়াড়কে হারিয়েছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাদশাহ্ এমপি। কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। মারা গেছেন তার এক বন্ধুও। সকালে দৌলতপুরের হোসেনাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, মোটরসাইকেলে বন্ধু হৃদয়কে নিয়ে দৌলতপুরের নিজ বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন সোহান। পথে ইঞ্জিনচালিত নসিমনের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। পরে ধাক্কা খায় এক বাসের সাথেও। গুরুতর আহত হন দু’জনই। হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয় হৃদয়কে। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় সোহানের। তখন রাজবাড়ীর একটি ক্লিনিকে নেয়া হলে, মারা যায় সোহান।