কুষ্টিয়ার দৌলতপুরে নোবেল হোপ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোতিার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাদিপুর সাহেব নগরে নোবেল হোপ স্কুলের চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।
নোবেল হোপ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, জনাব শারমিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, শরীফ উদ্দিন রিমন, সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক ছাদিকুজ্জামান খাঁন সুমন, দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ভাইস চেয়ারম্যান সাক্কির আলীও মুক্তিযোদ্ধা হয়দার আলী। অনুষ্ঠানে এলাকার সুধীজন ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।