কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের তামাক গাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা। দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের কৃষক মোঃ বিল্লাল ফরাজীর দেড় বিঘা জমির উঠতি তামাক গাছ কেটে দেয় তারা।
আজ রবিবার( ১ মার্চ) কুষ্টিয়া দৌলতপুর উপজেলা লালনগর গ্রামে কে বা কারা রাতের আধারে তামাক কেটে দেয়। মোঃ বিল্লাল ফরাজী (৩৪) তাঁর নিজ জমিতে সকালে তামাক দেখতে গিয়ে ঘটনাটি সনান্তক করে। মোঃ বিল্লাল ফরাজী বলেন, তার দেড় বিঘা জমিতে কারা রাতের আধারে তামাক কেটে দিয়েছে। তিনি বলেন, কারো প্রতি তার কোন সন্দেহ নেই । বিল্লাল ফরাজী আরো জানায় যে তার তামাক কাটাতে মোট ক্ষতির পরিমার ১,২০,০০০ টাকা। এতে করে গ্রামের অন্য বাকী চাষীদের মধ্যে আতংঙ্ক সূষ্টি হতে পরে। বিল্লাল ফরাজী এর একটা সুষ্টু বিচার আশা করছে। যাতে করে দোষি বক্তিকে সনাত্বক করে সাজা দিতে পারে এবং অন্য চাষীদের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে গ্রাম বাসিরা।