ভেড়ামারা প্রতিনিধি : হাম-রুবেলা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা হাসপাতাল সম্মেলন কক্ষে শনিবার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঈীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ,বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনেয়ারা খাতুন প্রমুখ। আাাগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২০ ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। সকল স্কুল, মাদ্রাসা,বাজার, গ্রোথ সেন্টার, ইউনিয়ন পরিষদসহ সমগ্র উপজেলায় এ টিকাদান কর্মসূচি চলবে।