কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী থেকে আবির (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি বাহিনী।সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহ কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবির ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর থানার সাব্দারপুর গ্রামের আহসান হাবিবের পুত্র ও যশোর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী(মানবিক)।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে শিক্ষা সফরে এসে শিক্ষকদের কাছে অনুমতি না নিয়ে আবির সহ কয়েকজন পদ্মা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে এসে নিখোঁজ হয়।পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয় এবং ডুবরিা প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে নদীতে থেকে নিহত আবিরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।