কুষ্টিয়ার-খুলনা মহাসড়ক লক্ষীপুর এলাকায় আজ সকাল ৮ঘটিকা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-২ নিহত-১ ও অন্য এক জন পলাতক। নাম পরিচয় পাওয়া যায় নাই, আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত ব্যক্তিকে মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ উদ্ধার কাজ করে। ঝিনাইদহ-ট ১১-১৩৬৭ নং এর ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত, ঝিনাইদহ-ট ১১-১৮৬৪ নং এর ড্রাইভার নিহত হয়েছে ও হেলপার পলাতক। দুর্ঘটনার পর সাময়িক রাস্তা অবরোধ হলে ইবি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুই ট্রাকের একটিতে বালি ও অন্যটিতে ইউরিয়া সার বোঝায় ছিলেন।