কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের মজমপুরের কৃষ্টাল টাওয়ারের ৬তলার একটি ফ্লাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আসাদুজ্জামান তোতা নামের একব্যাক্তিতে গ্রেফতার করা হয়। এসময় ওই ফ্লাটের একটি খাটের বিছানার নিচে তল্লাসী চালিয়ে ২টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, গুলিভর্তী ম্যাগজিন, দুটি ধারালো চাকু এবং কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে আটকৃত আসাদুজ্জামান তোতা দাবী করেন ওই ঘরে তার ছেলে শাহারিয়ার জামান শাওন থাকে, তাই এসব অস্ত্র এবং মাদকের ব্যাপারে তার কিছু জানা নেই।
১২মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর মজমপুর এলাকার বিলাশবহুল কৃষ্টাল টাওয়ারে মাদক উদ্ধারের জন্য এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। এসময় র্যাব এবং মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সামনেই পালিয়ে যায় এই ঘটনার সন্দেহভাজন মুল আসামী আসাদুজ্জামানের পুত্র শাহারিয়ার জামান শাওন।
কুষ্টিয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়ার সহযোগীতায় এবং কুষ্টিয়া সদও উপজেলা কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খানের উপস্থিতিতে তারা কৃষ্টাল টাওয়ারে অভিযান চালায়, এসময় কিছু বুঝে উঠার আগেই মুল সন্দেহভাজন শাহারিয়ার জামান শাওন পালিয়ে যায়। পরে শাওনের ঘর তল্লাসী করে অস্ত্র গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় শাওনের বাবা আসাদুজ্জামান তোতাকে গ্রেফতার করা হয়েছে।