কুষ্টিয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ (বারখাদা) কার্যালয়ে মুজিব কর্ণার এর শুভ উদ্ধোধন করেছেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। ১৬মার্চ সোমবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস এর সার্বিক তত্বাবধানে প্রথমে ফিতা কেটে কর্ণারটির উদ্ধোধন করেন। পরে জেলা প্রশাসক “মুজিব কর্ণারটি” পরিদর্শন করেন। মুজিব কর্ণারে রাখা হয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে লেখা বিভিন্ন বই ও দেওয়ালে টানানো হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত ছবি। কর্ণারটি উদ্ধোধন শেষে অতি সংক্ষেপে করোনা ভাইরাস পরিস্থিতির বিষয়ে দিক নির্দেশনা মূলক কিছু কথা বলেন। সচেতনতা অবলম্বন করে অফিসের সকল কাজ পরিচালনা করতে বলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া (বাপবিবো) নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন, সহকারী প্রকৌঃ আজাদুজ্জামান। কুষ্টিয়া পবিস ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম এ. বি. এম মিজানুর রহমান, দৌলতপুর ডিজিএম জাহাঙ্গীর আলম, সদর কারিগরী ডিজিএম প্রকৌঃ রঞ্জন কুমার ঘোষ ও মিরপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌঃ এনামুল হক। কুষ্টিয়া পবিস এজিএম (এমএস) জসীম উদ্দিন, (প্রশাসন) আব্দুল হক, (ইএন্ডসি) বিশুদ্ধানন্দ পুরা ব্রাম্মণ, (অর্থ-হিসাব) আয়েশা খাতুন ও খোকসা সাব জোনাল অফিস (ওএন্ডএম) ওমর আলী প্রমুখ। উদ্ধোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।