মোংলা প্রতিনিধিঃ মোংলার দিগরাজ বাজারের দিগরাজ ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে জাকারিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম।
লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার দিগরাজ ডিগ্রি কলেজের কাছে অভিযান পরিচালনা করে ৫শ’ গ্রাম গাঁজাসহ জাকারিয়াকে আটক করা হয়। আটক জাকারিয়া দীর্ঘদিন যাবত মাদক কেনা বেচার সাথে জড়িত বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। মাদক ব্যবসায়ী জাকারিয়া মোংলা উপজেলার বাঁশবাজার গ্রামের মোস্তাক শেখের পুত্র। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান রোধ, মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।