কুষ্টিয়ার দৌলতপুর বেশী দামে চাউল বিক্রি করায় ১লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
অাজ বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা বাজারে খাঁন ট্রেডার্স এর মালিক চাউল ব্যাবসায়ী মোঃ শরিফুল ইসলামের প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ও বেশী দামে চাউল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা ও আল্লারদর্গা বাজারে চাউল ব্যবসায়ী হযরত আলি কালো বাজারী করে বেশী দামে চাউল বিক্রি ও প্লাষ্টিকের বস্তায় চাউল বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন । এ অভিযানে মোট ১লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলি।