বরিশাল প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের পরিমল দাসের ছেলে অমল দাসকে তিন লিটার চোলাইমদসহ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তৈয়বুর রহমান গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১৪(১৮-৩-২০২০)। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।