কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজারে সরকারী আদেশ অমান্য করে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের দায়ে ২০০০০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২২ মার্চ) রবিবার সকাল ১০ টায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করার সময় স্থানীয় এলাকাবাসী বুঝতে পারলে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুলকে জানালে তিনি পুলিশ ও উদ্ধত্তন কর্তীপক্ষে জানায় পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী, সহ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, ঘটনা স্থলে এলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই নুরুজ্জামানকে, মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ (১) ধারায় ২০০০০ টাকা জরিমানা আদায় করে।
ও জবাই কৃত গরুর আনুমানিক ২ মন মাংস জব্দ করে মাটিচাপা দেয়া হয়।