দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে দৌলতপুর থানা পুলিশের উদ্যোগে বিদেশ থেকে যে সকল প্রবাসী বাংলাদেশে এসেছে। তাদের বাড়ি সাধারণ মানুষের জন্য চিহ্নিতকরণের জন্য বাড়িতে বাড়িতে লাল ফ্ল্যাগ উত্তোলন।দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান জানান, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত স্যার এর নির্দেশক্রমে প্রবাসীদের বাড়ি চিহ্নিতকরণের জন্য। প্রতিটা প্রবাসের বাড়িতে লাল ফ্লাগ উত্তোলন করা হয়েছে।যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে এটি প্রবাসীর বাড়ি, এই বাড়িতে যে সকল প্রবাসী আছে ১৪ দিন দেশে ফেরা হয়নি এখনো যে সকল প্রবাসীরা আছে। এককথায় তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরো জানান, দেশ ও দেশের মানুষকে রক্ষার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে পুলিশ সকল সময় সকল মানুষের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন উপজেলার প্রায় চার শতা অধিক প্রবাসী বাড়িতে এসেছে তাদের সকলে দৌলতপুরে না আসলেও যারা এসেছে তাদের বাড়িতে বাড়িতে লাল ফ্লাগ উত্তোলন করে সতর্ক করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশের এসআই উজ্জল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে দিন-রাত পরিশ্রম করে এর ফ্লাগ টাঙিয়ে তাদেরকে সচেতন করছে। এছাড়াও দৌলতপুর থানায় প্রবেশ করতে হলে প্রতিটা মানুষকে হাত ধুয়ে প্রবেশ করতে হচ্ছে। থানার চারিপাশে প্রচুর সচেতনামূলক লিফলেট ফেস্টুন এবং বড় বড় পোস্টার লাগানো হয়েছে। যা দেখে মানুষ আরো অধিক সচেতন হয়। কিন্তু উপজেলা চত্বর ঘুরে দু’একটি ছোটবেনার ছড়া মানুষের সচেতন করার জন্য তেমন কোনো লিফলেট ফেস্টুন ব্যানার চোখে পড়েনি। এলাকাবাসী জানান দৌলতপুর থানা পুলিশ সবসময় আমাদের সঙ্গে আছে সে সাথে সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।