কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জ্বর ,সর্দি, কাশি রোগের চিকিৎসা কর্ণার চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই হাসপাতালে গত রবিবার সকাল থেকে হাসপাতাল চত্বরের টিকিট কাউন্টারের বিপরীত পাশে ত্রিপলের চাল বানিয়ে , চেয়ার-টেবিল পেতে,বাঁশ পুতে সীমানা বানিয়ে, সর্দি, কাশি, ও জ্বরে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিচ্ছে।রোগীরা দূর থেকেই তাঁদের সমস্যার কথা বলছে এবং চিকিৎসকেরা সে অনুযায়ী ব্যবস্থাপত্র দিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ দিচ্ছে। দেশে করোনা শনাক্তের পরে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের রোগীকে পৃথক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত ৫ টাকার টিকিটের বিনিময়ে চিকিৎসা দিচ্ছে। গত রোবিবারে এখান থেকে ২৩ জন চিকিৎসা সেবা পেয়েছে ।গতকাল দুপুর সোয়া ১ টা পর্যন্ত ২১ জন চিকিৎসা নিয়েছেন।এখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিবলী নোমান বলেন, সব বয়সী রুগীরা চিকিৎসা নিতে আসছে। জ্বর, কাশি, সর্দি নিয়ে আসছে। কারও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও কেউ সরাসরি নিউমোনিয়া নিয়ে আসেনি। তবে তাঁদের কেউ বিদেশ থেকে এসেছেন বা পরিবারের কেউ বিদেশ থেকে এসেছেন বলে জানা যায়নি।হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ নুরুন্নাহার বেগম বলেন কুষ্টিয়া ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত কোন করোনা সন্দেহের রোগী পাওয়া যায়নি এখন পর্যন্ত কুষ্টিয়া করোনা মুক্ত।
তিনি আরো বলেন সবাইকে সচেতন হতে হবে ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করে চোখ, মুখ বা নাকে হাত দেবেন না।হাঁচি, কাশির সময় কনুই থেকে হাত ভাঁজ করে মুখ ঢাকুন অথবা টিস্যু ব্যবহার করুন। বেশি লোকের জমায়েত এড়িয়ে যান। সামান্য জ্বর-কাশি হলেও বাড়িতেই বিশ্রাম নিন। জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন। দ্রুত ফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।