ফ্রিজের খাবার খেয়ে করোনা ভাইরাস হচ্ছে তাই কুষ্টিয়ায় বাড়িতে বাড়িতে ফ্রিজে অভিযান চালানোর গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবে কুষ্টিয়ার ৬ উপজেলার পল্লী অঞ্চলের মানুষ তাদের ফ্রি রাখা ইলিশ মাছ, মাংস বের করে। সংরক্ষিত সেসব মাছ, মাংস যে যার মতো রান্না করে খায়। তারপরও উদ্বৃত্ত মাছ-মাংস আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দেয়। এ আতংকে অনেকেরই নষ্ট হলো ফ্রিজে রাখা সংরক্ষিত মাছ-মাংস। আসলে এটি একটি নিছক গুজব হলে সাধারণ মানুষ কিছুতেই মানতে চাচ্ছেনা।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন জানান, ফ্রিজে অভিযান চালানো হবে এটি একটি গুজব। যারাই গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।