কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ১ জন আটক।কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ৪৭ বিজিবির সদস্যরা পৃথক চারটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করেছেন।
সোমবার (২৩ মার্চ) বিকেলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার শেওড়াতলা বিওপি’র কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুসের নেতৃত্বে রিফুজীপাড়া মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৮ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেন।অন্যদিকে বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপি’র কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া নদীর পাড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
সন্ধ্যায় চরচিলমারী বিওপির কমান্ডার হাবিলদার আব্দুল হাই’র নেতৃত্বে উত্তর খারিজাথাক নাম স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ’ ৯৯ পিচ ইয়াবাসহ জসিম তাতী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।সে উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তর খারিজাথাক গ্রামের নওশেদ তাতীর ছেলে।রাতে আশ্রায়ন বিওপির কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে ভাগজোত নদীর ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ৩৫ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেন।৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম এ সকল অভিযানের সত্যতা নিশ্চত করেন।