কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশি দামে চাল বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ)দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মিরপুর নতুন বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মেসার্স তৃপ্তি ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।এ সময়ে উপজেলা এসআই শামীম আহমেদ, এসআই মিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ব্যবসায়ী আশরাফুল ইসলাম চাল মজুদ করে প্রতি বস্তায় ২শ’ থেকে ৩শ’ টাকা বেশি দরে বিক্রয় করছিলো।