করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধের লক্ষে কুষ্টিয়ায় হাটবাজার,চায়ের দোকান,ভ্রাম্যমাণ খাবারের দোকান বন্ধ ঘেষনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেওয়া হয়।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে আগামী ২৬ শে মার্চ,২০২০ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়া জেলার নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য যেমন ঔষধ, কাঁচাবাজার, মুদি দোকান,পোলট্রি ও ফিস ফিড ব্যতীত সকল প্রকার হাটবাজার, শপিং মল,সুপার শপ,দোকানপাট,চায়ের দোকান,কফি শপ,ভ্রাম্যমাণ খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।স্বাস্থ্য সম্মত খাদ্য প্রস্তুত করতে সক্ষম এরূপ হোটেল-রেঁস্তোরা জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে খোলা রাখা যাবে।তবে কেউ হোটেল-রেঁস্তোরায় বসে খাবার খেতে পারবেন না।প্যাকেট খাবার ক্রয়পূর্বক নিজ ব্যবস্থাপনায় খাবার গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো।