এক সময়ের ব্যস্ত অভিনেতা মনির খান শিমুল এখন অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যে টিভি নাটকে অভিনয়ে দেখা যায় তাকে। তবে বেতার নাটকেও এ সময় নিয়মিত অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় একটি করোনাভাইরাস সচেতনতামূলক বেতার নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘সুখ-দুঃখ ভালোবাসা’। সোলায়মান খোকার রচনা এবং এবিএম মাহবুবুর রহমানের প্রযোজনায় নাটকটি বেতারে প্রচার শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে শিমুল বলেন, ‘বিভিন্ন ধরনের গল্পের নাটকে সব সময়ই অভিনয় করি। কিন্তু জাতীয় দুর্যোগসম্পর্কিত গল্পের নাটকে কাজ করার একটি আলাদা গুরুত্ব আছে। কারণ এ ধরনের কাজের মাধ্যমে শ্রোতারা সচেতন হন এবং তাদের বিপদকালীন পাশে থাকা যায়। এটি একজন অভিনয়শিল্পীর জন্য বেশ সম্মানের। এ ছাড়া এ ভাইরাস নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন। ছোঁয়াচে হওয়ায় সব সময়ই এটি নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছি। আশা করি, এ নাটকের মাধ্যমে সবাই সচেতন হবেন এবং নিয়ম মেনে চলবেন- এ আশা রাখি।’ অন্যদিকে আগামী ঈদের কয়েকটি নাটকে অভিনয়ের কথা ছিল শিমুলের। কিন্তু করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতির কারণে সেগুলো অনিশ্চিত হয়ে গেছে। কারণ এরই মধ্যে নাটকের শুটিং বন্ধ করা হয়েছে।