ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন গ্রামের বাসাবাড়ির চারপাশ,বাজার, মসজিদ ও মাদরাসায় জীবাণুনাশক স্প্রে করেছে ছাত্র অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নেতৃবৃন্দরা।শুক্রবার(২৭শে মার্চ) সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আশরাফুল হাসান তপু সাংবাদিককে জানান,গ্রামবাসীরা এখনো করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়নি পুরোপুরিভাবে।তাই গ্রামবাসীদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন মসজিদ,মাদরাসা,স্থানীয় বাজার ও মন্দিরে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি হাতে নিয়েছে ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ।এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুন্না সাংবাদিককে বলেন, জনসমাগম যাতে না হয় সেজন্য আমরা নিজ নিজ উপজেলায় অবস্থান করে গ্রামবাসীকে সচেতন করার উদ্দোগ নিয়েছি এবং আশেপাশের মসজিদ মন্দিরে জীবাণুনাশক ছিটিয়েছি। তিনি আরো জানান,আজকে আমার সরাইল উপজেলার মোট ৫ টা মসজিদ,১টি মাদরাসায় বড় সাইজের ডেটল সাবান বিতরন করেছি, ৫০০+ ঘরবাড়ি, রাস্তা ঘাটসহ স্থানীয় বাজারে জীবাণুনাশক স্প্রে করেছি। গ্রামের সহজ সরল মানুষকে মরণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবগত করেছি।এ সময় তারা সমাজের ধনী ব্যক্তিদের করোনাভাইরাস মোকাবেলায় গরীব অসহায়দের পাশে দাড়ানোর ও আহ্বান জানান।