নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে মেহেরপুরের গাংনীতে যৌথ অভিযান শুরু হয়েছে।
প্রশাসনিকভাবে এলাকায় দোকানপাট বন্ধ এর চতুর্থ দিনে আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার বিভিন্ন গ্রামে এ যৌথ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার সাহারবাটি, গাড়াবাড়িয়া, খাসমহল,তেঁতুলবেড়িয়া, করমদি, দেবীপুর, বামন্দী ও জোড়পুকুরিয়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন টিমের নেতৃত্ব দেন। যৌথ অভিযানে এলাকায় গনজমায়েত না করতে চায়ের দোকান বন্ধ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন ও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সেই সাথে এলাকার জনগণকে যত্রতত্র ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এ সময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ অন্যান্য কর্মচারী এবং সেনাবাহিনী টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।