মনে প্রাণে মানি
রবি রায়হান
তারিখ : ২৯শে মার্চ,২০২০ইং।
মানুষের মুখে মুখে কত কথা ঘুরে
করোনা রোগ নাকি আদা খেলেই সারে,
কেহ বলে লবণ পানি গড় গড়া করে
ভাইরাস দূরে থাকে গলা ব্যথা সারে।ধারণা কারো রসুনে ভাইরাস মরে
এত সব হুজুগ যে, দেশ জুড়ে ঘুরে,
নিজ নিজ হাঁচি কাশি সাবধানে দিলে
ছড়াবে কম রোগ, বিজ্ঞ ডাক্তারে বলে।
ছয় ফুট দূরে থেকে সাবধানে চলি
মুখে মুখোশ পরে কাজের কথা বলি,
বিনা কারণে ঘরের বাহিরে না যাই
পরিষ্কার থাকি গরম খাবার খাই।
করোনা রোগের মহামারী বিশ্ব জুড়ে
সব দেশেই ছড়িয়েছে মানুষে জড়ে,
বিজ্ঞানে এই রোগের নাম কোভিড -19
সবার কাছে অপরিচিত ছিল এত দিন।
করোনা রোগের সঠিক ঔশোধ নাই
বিশ্বের বিজ্ঞানীর নির্ঘুম রাত যায়,
সকলের চিন্তা একটা ঔশোধ চায়
করোনার মহামারী একই উপায়।
বাঙ্গালী জাতি আমরা বড়ই অদ্ভুত
কাহারো কথা শুনিনা নিজেই পণ্ডিত,
দোহায় জনগন মন দিয়ে শুনুন
ডাক্তার বলে যাহা মনে প্রাণে মানুন।।।
—- রবি রায়হান
১৫ই চৈত্র,১৪২৬বাং।