দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে জনগণের দুয়ারে দুয়ারে গাংনীর মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন(এমপি)
গতকাল সন্ধ্যায় নিজে গাড়ি চালিয়ে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে তিনি তাঁর নির্বাচনী এলাকায় করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করছেন। গ্রামে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সচেতন করেছেন গ্রামগুলো চৌগাছা,সাহারবাটি, ভাটপাড়া, নোয়াপাড়া, ধলা, মাইলমারী, হিন্দা, হিজলবাড়িয়া, জোড়পুকুরিয়া, তেরাইল, ষোলটাকা গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য,গাংনী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,জননেতা,জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন(এমপি) মহোদয়।
খোকন(এমপি) বলেন করোনাভাইরাসের লক্ষণগুলো কী ? করোনভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। আরও মারাত্মক ক্ষেত্রে, এই সংক্রমণের ফলে নিউমোনিয়া বা শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হতে পারে। তবে, খুব কম ক্ষেত্রেই এই রোগ প্রাণঘাতী হয়।
খোকন এমপি আরও বলেন আর হে সংক্রমণ এড়াতে আপনি এবং আপনার পরিবার নিচের চার ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই এগুলো মেনে চলুন
১। ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন
২। কাশি বা হাঁচি দেবার সময় মুখ এবং নাক কনুই দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রাখুন। ব্যবহূত টিস্যুটি তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট স্থানে ফেলে দিন
৩। ঠান্ডা লেগেছে বা জ্বরের লক্ষণ আছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন
৪। আপনার বা আপনার সন্তানের জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসা সেবা নিন
নিজে বাঁচুন বাংলাদেশকে বাঁচান
আমার গাংনী এলাকাবাসী সুস্থ থাকবে আমি সুস্থ থাকবো – নিজে সতর্ক হোন অন্যকে সতর্ক করুন।